মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ


জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর প্রধান ও বিভিন্ন পণ্যের ব্যবসায়ীদের নিয়ে  বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সালেহীন তানভীরের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিগত কিছুদিন থেকে বিশেষ করে আলু ও ডিমের দাম সহ বিভিন্ন কাঁচামালের  মূল্য মাত্রতিরিক্ত বৃদ্ধি পাওয়ায়  সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ ,স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়ের নির্দেশনার আলোকে এ সভার আয়োজন করা হয়। 

উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সবুর আলী , অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী জয়পুরহাটের পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ পাঁচটি জেলার সকল থানার অফিসার ইনচার্জ  সহ কৃষি বিপণন কর্মকর্তারা।

 এছাড়া আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সকল হিমাদ্রি লিমিটেডের প্রতিনিধী , পোল্ট্রিও ব্যবসায়ী মাছ ব্যবসায়ীরা  । এ সভাই জেলা প্রসাশক, বাজার নিয়ন্ত্রণ কমিটি গঠন  করে এর নীতিমালা প্রণয়ন করার নির্দেশ দেন এবং দ্রুত কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করতে বলেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024