|
Date: 2023-10-12 09:47:03 |
পশুর নষ্ট মাংস বিক্রয় ও বৈধ লাইসেন্স না থাকায় নীলফামারীর ডোমার উপজেলায় ডাবলু নামে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ই অক্টোবর) উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপির নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ নির্দেশ দেওয়া হয়।
এসময় প্রসিকিউটিং অফিসার হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক দায়িত্ব পালন করেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা ভূমি অফিসের কর্মচারী, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মচারী, ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
© Deshchitro 2024