|
Date: 2023-10-12 10:11:08 |
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক ট্রেডে “পারিবারিক হাঁস-মুরগী পালন” বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার পৌরসভার কামারপাড়াস্থ প্রচেষ্টা যুব সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রাজ্জাক, সংবাদকর্মী হাফিজুর রহমান হৃদয়, প্রচেষ্টা যুব সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুল ইসলাম নাহিদ, কোষাধ্যক্ষ খোতেজা আক্তার হাসি প্রমুখ।
© Deshchitro 2024