|
Date: 2023-10-12 11:11:01 |
ভয়াবহ অগ্নিকাণ্ডে নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ মর্জিনা আক্তারের বাড়ি পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার (১২ই অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি সাহারমোড়ে দুর্ঘটনাটি ঘটে। এতে বাড়িতে থাকা মোটরসাইকেল, আসবাবপত্র সহ সর্বস্ব আগুনে পুড়ে গিয়েছে।
জানা যায়, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়িটির কয়েকটি ঘর সহ সেখানকার আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। শেষ রক্ষা হয়নি মোটরসাইকেলেরও। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
© Deshchitro 2024