কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে একজন রোহিঙ্গা কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।


নিহত কিশোর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্ট ব্লক, সি/৪ এর বাসিন্দা মো. জোবায়ের।


বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর দেড়টা দিকে উখিয়ার ক্যাম্প-১ ওয়েস্ট এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।


তিনি বলেন, খবর আসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্ট এর সি/৪ এলাকা থেকে এক রোহিঙ্গা কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ খবরে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।উদ্ধারের পর লাশে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ প্রক্রিয়াধীন।


তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে এই কিশোর আত্মহত্যা করেন বলে জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024