|
Date: 2023-10-12 15:16:20 |
মোঃমানিক তালুকদার - কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি।
মাদারীপুরের কালকিনিতে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে মোঃ শফিকুল আলম (৩৮) নামে এক বড় ভাইকে কাচি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। তবে কি কারনে তিনি খুন হয়েছেন তা জানাযায়নি। শফিকুল আলম ঢাকায় ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতে। নিহত শফিকুল আলম উপজেলার সাহেবরামপুর এলাকার পশ্চিম সাহেবরামপুর গ্রামের ছাইদুল আকনের বড় ছেলে। আজ বৃহস্পতিবার বিকালে এ খুনের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে, বাড়িতে জমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ব্যবসায়ী মোঃ শফিকুল আলম কিছু দিন আগে গ্রামের বাড়িতে আসেন। আজ বৃহস্পতিবার বিকালে শফিকুল আলম ব্যক্তিগত কাজে একা বাড়ি থেকে বের হন। এসময় তার ছোট ভাই ছায়েম আকন মাদকাশক্ত হয়ে পেছন থেকে কাচি দিয়ে মাথার উপর কয়েকটি কোপ দেয়। এতে করে শফিকুল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এ বিষয়টি দেখে স্থানীয় লোকজন ছুটে এসে অভিযুক্ত ছায়েম আকনকে খুনের অভিযোগে আটক করে কালকিনি থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
নিহতের মেঝ ভাই ছালেক আকন বলেন, আমার বড় ভাইকে কে খুন করেছে আমি দেখিনি। তবে আমার ছোট ভাই এই খুন করতে পারেনা। আমার বিশ্বাস হয়না। জমি নিয়ে আমাদের সঙ্গে বাড়ির চাচাতো ভাইদের দ্বন্ধ চলছিল। তবে সন্দেহ আছে,তারা এ খুন করাতে পারে। আমরা আইনের কাছে মূল দোষীদের খুজে বের করার দাবি জানাই।
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ দাস জানান, কি কারনে শফিকুল আলম ভাইয়ের হাতে খুন হয়েছে আপাতত বলতে পারবো না। আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি।
© Deshchitro 2024