জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার আয়োজিত শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল মিছিল সহকারে যোগদান করেছে উখিয়া উপজেলা শ্রমিক লীগ।


বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে কক্সবাজার দৌলত ময়দানে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উখিয়া শ্রমিক লীগের মিছিলটি অংশগ্রহণ করে।


উখিয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোহাম্মদ ইউনুছ এর নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মী সমাবেশে যোগ দেন। এর আগে উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মিরা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের সাফল্য তুলে ধরে শ্লোগান সহকারে মিছিল নিয়ে নেতা-কর্মীরা ‘কক্সবাজার দৌলত ময়দানে অংশগ্রহণ করেন।


‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে কক্সবাজারে অনুষ্টিত ‘শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সদস্য সচিব মোহাম্মদ ইউনুছ এর নেতৃত্বে যোগ দেওয়া মিছিলে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন শাখার সভাপতি সম্পাদক, হলদিয়া পালং ইউনিয়নের আহবায়ক, পালংখালী ইউনিয়ন শাখার সভাপতি-সম্পাদক, জালিয়াপালং ইউনিয়ন শাখার নেতাকর্মী, রত্নাপালং ইউনিয়ন শাখার নেতাকর্মীসহ সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024