|
Date: 2023-10-13 07:32:06 |
ঈশ্বরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকট রোধ ও সিন্ডিকেট প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন সভাপতিত্বে জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির, একরাম হোসেন ভূইয়া, আবু হানিফা প্রমুখ।
© Deshchitro 2024