বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী কালমেঘ বাড়ঢালী গোরস্থান বাড়ি জনসাধারণের গোরস্থান বাড়ি হিসেবে  উন্মুক্ত  করার দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।  আজ দুপুর ২ ঘটিকার সময় কালমেঘ বাড়ঢালীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । 

আলহাজ্ব মো:  দারাসতুল্লা এর সভাপতিত্বে একাত্মতা প্রকাশ করে বক্তব্য পেশ করেন মো: মাহফুজ আলম, সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী উপজেলা , মোঃ আব্দুল লতিফ (অবসরপ্রাপ্ত শিক্ষক) , ডা: মোঃ ইব্রাহিম খলিল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ৫নং দুওসুও ইউনিয়ন,মোঃ সুলতান আলী যুগ্ন আহ্বায়ক আওয়ামী যুবলীগ ৫ নং দুওসুও  ইউনিয়ন, মোঃ ওয়াহেদ আলী , মোঃ নেমন,  মোঃ মাহবুব আলম প্রমুখ । এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রমজান আলী  ( বিডিআর অবসরপ্রাপ্ত ), মোঃ মোজাম্মেল হক (সার ব্যবসায়ী),মোঃ রবিউল ইসলাম (রবি ), মোঃ শওকত ওসমান বাবলু , মোঃ শাহিনুর রহমান সোহাগ, মো জাহাঙ্গীর আলম সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন । 

এ সময় বক্তারা বলেন  - এই ঐতিহাসিক গোরস্থান বাড়িটি  প্রায় ৩ শত বছর আগের পুরনো । এই গোরস্থান বাড়িটিতে শুয়ে রয়েছে মুক্তিযোদ্ধা সহ অসংখ্য এলাকার কৃতিমান ও সাধারণ মানুষ। এই গোরস্থান বাড়িটি যেন বিলীন না হয়ে যায় এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন । এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অভিযোগ করে বলেন - সম্প্রতি কিছুদিন ধরেই মোঃ মকবুল হোসেন  ( প্রধান  শিক্ষক )  জমিটি দখলে মরিয়া হয়ে উঠেছে । 


মরহুম বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম( সাম) এর পুত্র  মোঃ আশরাফ আলী বলেন -আমার বাবা সহ এলাকার অনেকেই এখানে সায়িত আছেন । আমি আমার বাবার সহ  সকলের জন্য ব্যবহৃত এই গোরস্থান বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য  জরুরী হয়ে দাঁড়িয়েছে । এই গোরস্থান বাড়ি যেন দখল না হয়ে যায় এজন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ  করছি। 

সর্বশেষে গোরস্থান বাড়ির সকলের  মাগফেরাতে বিশেষ মোনাজাত করা হয় ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024