পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান 


          নরসিংদীর পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী,আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।                
                       ১৩ অক্টোবর ২০২৩ রোজ শুক্রবার সকালে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম এর সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে "অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যে র‍্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার ও পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। 
                  দিবসটি উদযাপন উপলক্ষে পলাশ ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স এর কর্মীরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শিত হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পলাশ উপজেলা সহকারী কমিশনার ভূমি সিলভিয়া স্নিগ্ধা উপস্থিত ছিলেন। র‍্যালী ও আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতিরণ করা হয়। এ সময় পলাশ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান গন উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024