|
Date: 2023-10-13 11:22:50 |
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালন করা হয়েছে। “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে শুক্রবার বেলা ১১ টায় এ উপলক্ষে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ভ‚মিকম্প, বজ্রপাত ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে মহিলা কলেজে ভ‚মিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখখারুল ইসলাম, বিআরডিবি অফিসার মোস্তফা কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ ইমন মিয়া প্রমুখ।
© Deshchitro 2024