|
Date: 2023-10-13 11:38:59 |
কুতুবদিয়া উপজেলা যুবলীগের আংশিক কমিটি অনুমোদন।
১৩ অক্টোবর ২০২৩ (শুক্রবার)বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে বলা হয়, আগামী তিন বছরের জন্য কক্সবাজার জেলা যুবলীগের অন্তর্গত কুতুবদিয়া উপজেলায় আবু জাফর ছিদ্দিকীকে সভাপতি, আরিফুল ইসলামকে সহ সভাপতি, খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক, ও জুনাইদুল হককে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেন।
এতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লখ্য, গত ১১ মার্চ ২০২৩ কুতুবদিয়া উপজেলা শাখা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024