|
Date: 2023-10-13 14:27:29 |
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে (১৩ অক্টোবর) শুক্রবারে উপজেলা পরিষদ চত্বরে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, সহকারী প্রোগ্রামার (এপি) আহসান কবির, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ দাস, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, বিকাশ রায় কপিল, মফিজুর রহমান, পৌর কাউন্সিলর রোকেয়া বেগম, নওয়াপাড়া ফয়ার সার্ভিসের স্টেশন অফিসার, ইউএনও অফিসের নাজির সুব্রত রায়, সিএ সিধু বিশ্বাস, পিআইও অফিসের জয়নাল, মাসুম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান।র্যালি ও আলোচনা সভা শেষে নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বিশেষ মহড়া পরিবেশন করে।
© Deshchitro 2024