|
Date: 2023-10-13 16:26:41 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী বাজারে চেঙ্গুরিয়া মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯ টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও সাংবাদিক নমশের আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।রয়েল চ্যালেঞ্জার্স এবং রংধনু ক্লাবের মধ্যে অনুষ্ঠিত উদ্বোধনী খেলাটি ১-১ গোলে শেষ হয়। খেলাটি পরিচালনা করেন, ক্রিড়া শিক্ষক নাজমুল হাসান নুরুন্নবী। টুর্নামেন্টের আয়োজক ইউপি সদস্য লালচাঁন মিয়া জানান, টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করছে। প্রতিদিন রাত ৯ টায় এবং রাত সাড়ে ১০ টায় দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।
© Deshchitro 2024