|
Date: 2023-10-13 16:44:34 |
ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারোবাড়িয়া গ্রামের পরিমলের স্ত্রী সঞ্জিত সরকারের মা আরতি রানী সরকার ১২/১০/২৩ইং তারিখে রাত্রি অনুমান ৭ঃ৩০ ঘটিকায় নিজ বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি একজন মানসিক রোগী। তার উচ্চতা ৪ ফিট ১১ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার,মাথার চুল লম্বা কালো সাদা,হাল্কা পাতলা গড়ন, পরনে ছিলো লাল রং এর শাড়ি কাপড়। উক্ত বিষয়টি তার ছেলে সঞ্জিত সরকার ধামরাই থানায় অবগত করে একটি সাধারণ ডাইরি দায়ের করেন। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ভদ্র মহিলার কোনো খোজখবর পেয়ে থাকে তাহলে সঞ্জিতের ০১৭২০০০৭৭৭৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
© Deshchitro 2024