দুর্গাপুরে বেড়েছে শিশুডুবির ঘটনা


বর্ষাকাল আসলেই দেশে বেড়ে যায় নৌকাডুবি, শিশু ডুবির ঘটনা। বন্যাপ্রবল এলাকাগুলোতে তো কোন কথাই নাই। এটা যেন নিত্যদিনের ঘটনা। নেত্রকোনার বেশ কয়েকটি থানা এর ঝুঁকি তূলনামূলক বেশি। যার মধ্যে উল্লেখযোগ্য স্থানে আছে দুর্গাপুর থানা। গত কয়েকদিন যাবত দুর্গাপুরে বেড়েছে শিশুডুবির ঘটনা। অধিকাংশই না ফেরার দেশে!

তারই পথ দুর্গাপুরে বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে সাফায়েত নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্গাপুর কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাফায়েত ঐ গ্রামের ফরিদ মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলে সবার অগোচরে সাফায়েত বাড়ির সামনের একটি পুকুরে পরে যায়।

পরে বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার এসআই আবদুল হান্নান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছে, 'পানিতে শিশুডুবি এড়াতে বাড়ির আশপাশে থাকা গর্ত ভরাট করা। প্রয়োজনে বেড়া দেওয়া। যেন শিশুরা সেখানে বা যেতে পারে। সবসময় বাচ্চাদের প্রতি খেয়াল রাখা।'

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024