|
Date: 2023-10-14 10:59:56 |
বগুড়ার আদমদীঘিতে মোবাইল ফোন চুরি করায় সালিশ বৈঠকে মারপিটের অপমান মনে করে ফিরোজ সরদার (২৪) নামের এক যুবক গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার (১৪অক্টোবর) দুপুরে উপজেলার কাথলা গ্রামে এই ঘটনা ঘটে। ফিরোজ সরদার ওই গ্রামের বাচ্চু সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুরে ফিরোজ সরদার তার বাড়ির পাশে চাচাতো ভাই বায়জিদের একটি মোবাইল ফোন চুরি কররে বায়জিদ থানা অভিযোগ করে। এরপর ফিরোজকে মোবাইল ফোনটি বের করে দেওয়ার জন্য বিভিন্নভাবে তাকে চাপ দেওয়া হয়। বিকেলে মোবাইল ফোনটি বের করে দেয় ফিরোজ। রাতে মোবাইল মালিক বায়জিদের বাড়িতে সালিশ ডেকে গ্রাম্য মাতব্বরদের সামনে ফিরোজকে তার বাবা-মা তাকে মারপিট করে। এতে ফিরোজ অভিমান মনে করে তার শয়ন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরদিন শনিবার বেলা ১২ টার দিকে তার মা ফেরদৌসি বেগম খাবার জন্য ডাকতে দিয়ে দেখেন ছেলে ফিরোজ সরদার শয়ন কক্ষে ঘরের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এরপর থানায় খবর দেয়া হলে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মোবাইল মালিক বায়জিদ জানায়, আমার চুরি যাওয়া মোবাইল ফিরোজ বের করে দেয়। একারনে তার বাবা-মা একটু শাসন করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
© Deshchitro 2024