চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পদপ্রত্যাশীদের সাত দিনের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর দুই কপি পাসপোর্ট ছবি ও জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান

জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে  যোগ্য ও মেধাবীদের দ্বারা নতুন কমিটি মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন।


বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। কমিটিতে পদ প্রত্যাশীদের দুই কপি জীবন বৃত্তান্ত আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।


এর আগে চবি ক্যাম্পাসে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ ও সাংবাদিকের গায়ে হাত তোলার কারনে চলমান কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত ঘোষণা করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024