|
Date: 2023-10-14 23:56:37 |
কলমাকান্দায় কাল্ব এর নব-নির্মিত ভবন উদ্ভোধন করলেন-সাংসদ মানু মজুমদার এমপি
মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ব) এর নব-নির্মিত ভবন উদ্ভোধন করা হয়েছে।
শনিবার কলমাকান্দা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ব) এর নব-নির্মিত ভবনের শুভ উদ্ভোধন করেন নেত্রকোণা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি।
এ উপলক্ষ্যে উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থায় সভাপতি কলমাকান্দা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ,এম ইলিয়াছ।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা গৌরাঙ্গ দাস, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন, শামীম আহম্মেদ, ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর সরকার, জুবেদ আলী মাস্টার, বাবুল মিয়া ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার সম্পাদক মুশফিকুর রহমান রুবেল।
© Deshchitro 2024