নেত্রকোনায় সমাবেশে হামলা

নেত্রকোনায় কমিউনিস্ট পার্টির সমাবেশে হামলা হয়েছে। এতে পার্টির কেন্দ্রীয় সভাপতিসহ অন্তত ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের ছোটবাজারে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের দাবি, সমাবেশ শেষে তারা দলীয় স্লোগান নিয়ে শহিদ মিনার থেকে বের হচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের ওপর হামলা চালান। এতে সিপিবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য চিকিৎসক দীবালোক সিংহ, সদস্য জলি তালুকদার, জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকারসহ ৩৫ নেতাকর্মী আহত হন। পুলিশ লাঠিচার্জ করে জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মো. মোস্তফা কামাল ও জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ আজিজুর রহমান ওরফে সায়েমকে আটক করে নিয়ে যায়।

হামলার শিকার সিপিবির জেলা সভাপতি নলিনী কান্ত সরকার বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ শেষ করে শহিদ মিনারের পাদদেশ থেকে নেতাকর্মীরা বের হচ্ছিলেন। শহিদ মিনারের ভেতরেই সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক ও নেত্রকোনা থানার ওসি মো. লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ চালায়। কিছুক্ষণের মধ্যে সরকারি দলের নামধারী উচ্ছৃঙ্খল যুবকেরা স্লোগান নিয়ে এসে পুলিশের সামনে আরেক দফা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। এতে আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।’

নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, ‘তাদের বাধা দেওয়ায় নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় পুলিশ দুজনকে আটক করেছে।’

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024