|
Date: 2023-10-15 08:01:00 |
নোয়াখালীর চাটখিল উপজেলায় দুইদিন ধরে যুবক নিখোঁজ, রবিবার দুপুর পর্যন্ত তার কোন হদিস মেলেনি।
নিখোঁজ যুবকের নাম ফজলুল হক সামছু (৪২) সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের আলম বেপারী বাড়ির মৃত নুরুল হকের বড় ছেলে।
ফজলুল হক সামছুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর শুক্রবার রাত সাড়ে নয় টায় জনতা বাজারে মোবাইলে টাকা রিচার্জ করতে যায়, এর পর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না, পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার হদিস পাননি।
নিখোঁজ ফজলুল হক সামছুর স্ত্রীর ভাই রিয়াজ উদ্দিন বলেন, অনেক খোঁজাখুঁজি করেও ফজলুল হক সামছুর সন্ধান না পেয়ে ১৪ অক্টোবর রাতে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
চাটখিল থানার এস আই মো: আ: ছামাদ জানান, এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। নিখোঁজ ফজলুল হক সামছু কে উদ্ধারে পুলিশের আইনী তৎপরতা অব্যাহত থাকবে।
© Deshchitro 2024