|
Date: 2023-10-15 10:24:23 |
সিলেট মোবাইল পাঠাগারের ৮৩৭ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার (১৪ অক্টোবর ২০২৩) সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মোবাইল পাঠাগারের জীবন সদস্য, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক, ছড়াকার ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোক গবেষক কবি আবু সালেহ আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার ও কবি শাহ আলমগীর।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ ও গান পরিবেশন করেন, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি সাজিদুর রহমান, কবি মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, শিল্পী মিলন চৌধুরী, লেখক ইমরানুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন লেখক ইমরানুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে লোক গবেষক আবু সালেহ আহমদ বলেন, পাঠাগার আলোর প্রদীপ। এই প্রদীপ আমাদের জীবনকে সুন্দর করে। মোবাইল পাঠাগারের কাজ একদিন ইতিহাস সৃষ্টি করবে।
সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, স্রষ্ট্রার শিল্লকর্ম জীবনকে সমৃদ্ধ করবে।
© Deshchitro 2024