|
Date: 2023-10-15 11:48:04 |
সিরাজগঞ্জে মুক্তির প্রথম দিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা সিরাজগঞ্জ সদরের কলেজের ছাত্রছাত্রী এবং সুধীজনদেরকে বিনামূল্যে দেখার সু-ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবে মুজিব একটি জাতির রূপকার'। বিনামূল্যে দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
শুক্রবার ১৩ অক্টোবর থেকে সোমবার ১৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীদের ও সুশীল সমাজের ব্যক্তিদের জন্য বিনামূল্যে দেখার সুযোগ করে দেন।
ড.জান্নাত আরা হেনরী বলেন, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে যারা না জানেন তারা এই সিনেমা দেখে জানতে পারবেন। এই সিনেমা দেখে যেনো বঙ্গবন্ধুর সম্পর্কে সবাই অবগত হতে পারেন। বঙ্গবন্ধুর জীবনী জানলে সবাই বুঝতে পারবে স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা। সে জন্য সবার দেখার ব্যবস্থা করে দেয়া হয়েছে।
© Deshchitro 2024