শ্যামনগরে ভূমিতে নারী অধিকার দাবী নিয়ে গ্রামীন নারী দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ রবিবার (১৫ অক্টোবর) বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকশীকাঁথার বাস্তবায়নে নিজস্ব কার্যালয়ে বাদাবন সংঘের সহায়তায় ভূমিতে নারীদের অধিকার সহ গ্রামীন নারীদের বহুমাত্রিক অবদানের স্বীকৃতির দাবী নিয়ে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও নকশীকাঁথার সভাপতি শাহানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে গ্রামীন নারীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন এবং তিনি বলেন নারীদের অবদানের স্বীকৃতি পাওয়া প্রয়োজন। ইতিমধ্যে সরকার বিভিন্ন দপ্তরে নারীদের বড় বড় পদে চাকুরী দিয়েছেন ও পাচ্ছেন।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন, উত্তরণ শ্যামনগর প্রকল্প ব্যবস্থাপক নাজমা আক্তার, নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহানা আরজু। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শাহানা আক্তার, দেবীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ,  ইউপি সদস্য দেলোয়ারা বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী রেখা রানী, প্রচেষ্টা মহিলা সংগঠনের সভানেত্রী সুফিয়া খাতুন প্রমুখ।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবসে বক্তব্য রাখছেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024