কলমাকান্দায় বীজ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বীজ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৫ অক্টোবর) উপজেলার লেংগুরা ইউনিয়নের তারানগর গ্রামে এ বীজ মেলা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, লিবিংসন নকরেক।


প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বদিন জাম্বিল। "গ্রামীন নারীরা বিশ্বব্যাপী জীবন যাত্রার ব্যয় সংকটের সম্মুখীন" এ প্রতিপাদ্য কে সামনে রেখে উক্ত মেলা ও আলোচনা সভা হয়।


মেলায় ৩৬ ধরনের বিভিন্ন বীজ বিনিময় করা হয়। বে-সরকারী গবেষনা সংস্থা "বারসিক"এর কলমাকান্দা উপজেলা অফিস বীজ মেলা ও আলোচনা সভা আয়েজনে সহায়তা প্রদান করে।


বীজ সংরক্ষণকারী তেনিফা রংদি ৩৩ প্রকার বিষ মুক্ত বীজ প্রদর্শণ করে সকল কে হতবাক করে দেন। "বারসিক" কর্মকর্তা গুঞ্জণ রেমা জানান, তারা বীজ সংরক্ষনের বিষয়ে সকল বিষয়ে সকল কে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024