|
Date: 2023-10-15 14:34:23 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টায় শ্রীমঙ্গল আশিদ্রোণ ইউনিয়নের শংকরসেনা গ্রামের নির্মাই শিববাড়ি মহাদেব মন্দির প্রাঙ্গণে অনুষ্টিত চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত সংসদীয় হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। মৌলভীবাজারের সদর হাসপাতালের সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তীর আয়োজনে ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন আশিদ্রোণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রশাদ বর্ধন জহর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওযামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বোনার্জি, ছাত্রলীগের সাবেক সম্পাদক রাজু দেব রিটন প্রমুখ। এছাড়াও বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরের আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠিত ক্যাম্পে কয়েকশ' রোগী বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা নেন এবং ছানি বাছাই করে রুগীদের পরবর্তী চিকিসা সেবা প্রদান করা হয়।
© Deshchitro 2024