ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়  ভিক্ষা ভিত্তি রোধকল্পে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ কর্মসূচির আওতায় ছাগল বিতরণ করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর থেকে ২০২২-২৩ অর্থ বছরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নিমিত্তে প্রাপ্ত বরাদ্দ থেকে এ ছাগল বিতরণের কার্যক্রম গ্রহন করা হয়।

ভিক্ষুক এর মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু। 

সরকার ভিক্ষা ভিত্তি রোধে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য আয়বর্ধক হিসবে ছাগল বিতরণ করে। এ ছাগল পালনের মধ্যে দিয়ে ভিক্ষুকরা তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করবে। এতে তারা ভিক্ষা ভিত্তি বাদ নিয়ে নিজেদের কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করতে পারবে। এজন্য শৈলকুপা উপজেলার কয়েকটি ইউনিয়নে কয়েক ধাপে ছাগল বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024