৪১ একরের এই কলেজে পড়েন ৩৩ হাজার শিক্ষার্থী।

খুলনার সরকারি ব্রজলাল কলেজের দ্বিতীয় একাডেমিক ভবনটির সেমিনার কক্ষ তখন কানায় কানায় ঠাসা। আগ্রহ নিয়ে কথা শুনছিলেন উপস্থিত অংশগ্রহণকারীরা। আলোচক নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক কমল প্রসাদ ফিউয়াল। টি এস এলিয়টের দ্য ওয়েস্ট ল্যান্ড নিয়ে আলোচনা করছিলেন তিনি। 

দ্য ওয়েস্ট ল্যান্ড-এর শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনের আন্তর্জাতিক এই সেমিনারের আয়োজন করেছে কলেজের ইংরেজি বিভাগ। সেমিনারে নেপাল থেকে যোগ দিয়েছেন চারজন শিক্ষক। এর বাইরে সেমিনারে ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২৮ জন শিক্ষক-গবেষক গবেষণাপত্র উপস্থাপন করেছেন। 

সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিশাত আনিসা ও প্রথম বর্ষের শিক্ষার্থী মিম ইসলাম। আয়োজনটি বেশ প্রাণবন্ত হয়েছে বলে মনে করেন তাঁরা।

নিশাত বলেন, ‘আলোচনা শেষে আমাদের মধ্য থেকে অনেকে আলোচকদের প্রশ্নও করেছে। কিছুদিন আগে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মের দুই শ বছর উপলক্ষে যে সেমিনার হয়েছিল, সেটাও খুব ভালো লেগেছে।’

লেখক : প্রণব  মন্ডল 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024