|
Date: 2023-10-15 16:04:36 |
যদি কোনো দম্পতিকে প্রশ্ন করা হয়,"আপনাদের পরস্পরের সাথে আপনাদের আচরণ কেমন?"
তবে বেশিরভাগ দম্পতি বুকে হাত রেখে কখনোই বলতে পারবে না,তাদের পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ আছে!
বেশিরভাগ দম্পতিকে যদি প্রশ্ন করা হয়,"আপনার বেস্টফ্রেন্ড কে?"এর উত্তরে বেশিরভাগ দম্পতি মন থেকে বলতে পারবে না,তার জীবন সঙ্গীই তার বেস্টফ্রেন্ড।
এই যে একটা ব্যবধান থেকে যায় দু'জনের মধ্যে,এই ব্যবধানটাই পরস্পরকে পরস্পরের থেকে বিছিন্ন করে রাখে!শারীরিক দিক থেকে বিচ্ছিন্ন না হলেও মানসিক দিক থেকে ঠিকই বিচ্ছিন্ন করে রাখে।
সঙ্গী হতাশাগ্রস্ত হলে,খুব কম মানুষই আছে যারা সঙ্গীকে মেন্টালি সাপোর্ট দিয়ে স্বাভাবিক জীবনে আনতে সাহায্য করে কিংবা ভূমিকা রাখে।
সঙ্গী যদি মন খুলে দু'একটি কথা নাই বলতে পারে,তবে নিজেকে কি করে তার সঙ্গী হিসাবে দাবী করবেন?পৃথিবীতে সবচেয়ে মধুর এবং উপভোগ্য সম্পর্ক হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্ক।আর এই মধুর সম্পর্কে যদি পরস্পরের মধ্যে লুকোনো কোনো বিষয় থেকে যায়,তবে পরস্পরের মধ্যে দিনদিন শুধু দূরত্ব বাড়তেই থাকে।
পৃথিবীর এমন কোনো কথা নেই,যা স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের সাথে শেয়ার করতে পারে না কিংবা পারবে না।মূলত আমরা নিজেরাই সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই না।বিশাল একটা ব্যবধান রেখে দেই।আমরা ধারণা করি,সঙ্গীর কাছে বেশি খোলামেলা হলে সঙ্গীর কাছে ছোট হয়ে থাকা হয়।
আসলেই কিন্তু তা নয়,যা আমরা মনে করি।
বিশ্বাস করুন;সঙ্গীই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পরম বন্ধু,যার সাথে সব শেয়ার করলেও নিজের কোনো ক্ষতি অন্তত হয় না। এজন্য পরস্পরের আগ্রহ থাকতে হয়,পরস্পরের মধ্যে বোঝাপড়া থাকতে হয়।
সত্যি বলতে;
দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে যাদের বন্ধুত্বপূর্ণ আচরণ,তারাই প্রকৃত সুখী।নয়তো দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না থাকলে,সংসার জীবন কেবলই তিক্ততার বলে মনে হয়!
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024