কুসুমকলি কুসুমকলি 

রোজ সকালে ফুটে, 

ছোট ছোট ছেলে মেয়ে 

ফুল কুড়াতে ছুটে। 


হাসি খুশি ছেলে মেয়ে 

ফুলের মালা গেঁথে, 

নিজের গলে পড়ে তারা 

উঠে উল্লাসে মেতে। 



গোলাপ মাহমুদ সৌরভ 

ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024