|
Date: 2023-10-15 17:03:40 |
নবাবগঞ্জ উপজেলার রুপারচর গ্রাম থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে মদ ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন- মো. সাইদুর (৪৩) ও খালেক (২৮)। তাদের কাছে ১০০ লিটার মদ ও ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
পুলিশ জানায়, রুপারচর এলাকায় দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিলেন সাইদুর ও খালেক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নবাবগঞ্জ থানার এসআই অজিত কুমার বলেন, সাইদুর ও খালেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
© Deshchitro 2024