"পৃথিবীতে দুটি দান খুবই গুরুত্বপূর্ণ- একটি হল অন্ন দান অপরটি রক্ত দান " 
ধনবাড়ীতে ভারতের বৃহৎ সেচ্ছাসেবী সংগঠন EBS,  স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন এবং রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে EBS প্রধান -ওসমান গণি খান

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিকল্প ফাউন্ডেশন, ধনবাড়ী, টাঙ্গাইলের আয়োজনে   ভারতের বৃহৎ সেচ্ছাসেবী সংগঠন  ইমার্জেন্সি ব্লাড সার্ভিস (EBS ভারত)' স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ও সেচ্ছায়  রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সোমবার ১৫ অক্টোবর বিকল্প ফাউন্ডেশন সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে EBS সভাপতি ওসমান গণি খান বলেন,  পৃথিবীতে দু'টি দান খুবই গুরুত্বপূর্ণ- "একটি হলো অন্ন দান অপরটি হলো রক্ত দান"।  রক্তদানে স্ট্রোকের ঝুঁকি  কমায়। তিনি আরও বলেন আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশকে হৃদয়ে রেখে আমরা বাংলাদেশীদের জন্য সেচ্ছাসেবীরা কাজ করি। আমরা এদেশের মেধা নামের এক মেয়ের জন্যে ২২ ব্যাগ রক্ত ও তিন লক্ষ টাকার ব্যবস্থা করি। এ সংগঠনের এডমিন পিনাকী মজুমদার বলেন, আমরা সেচ্ছাসেবীরা আমাদের দেশের সরকারের সার্বিক সহযোগিতা পেয়ে থাকি। আমাদের ক্যাম্পেইনের সময় ৫০ থেকে ১০০জনের টিমসহ শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি দিয়ে আমাদের সরকার সহযোগিতা করে। একজন সেচ্ছা রক্তদাতা সরকার কর্তৃক ক্রেডিট কার্ড পায় এবং বিনামূল্যে রক্তের সেবা পায়। 

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক,  ভারতের ইমার্জেন্সি ব্লাড সার্ভিসের সুদিপ্ত, পাঁচ পোটল ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও রক্তের বন্ধন মধুপুরের প্রধান উপদেষ্টা  লিয়াকত হোসেন জনী, ভারতের  EBS এর  এডমিন সাবির মল্লিক, এডমিন রিন্টু ওস্তাগার, সেচ্ছাসেবী সংগঠন  আলোকিত মধুপুরের এডমিন সাদ্দাম হোসেন, প্রভাষক সাইফুল আল মামুন, মাহতাব মারুফ,  প্রমুখ। 

এসময় সেচ্ছাসেবী সংগঠনের প্রধান ও ব্যাক্তিগত পর্যায়ে রক্তদাতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ প্রতিটি ঘরে ঘরে সেচ্ছাসেবী হওয়ার আহবান জানান। তারা বার্তা পৌঁছান বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আপনজনেরা ছেড়ে গেলেও সেচ্ছাসেবীরা পাশে থাকে। তাই সরকারের পাশাপাশি জনগণকে পাশে দাঁড়ানোর আহবান তাদের। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024