|
Date: 2023-10-16 09:42:44 |
বগুড়ার আদমদীঘিতে লিমা আক্তার (২৭) নামেন এক প্রবাসির স্ত্রী রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বরিবার (১৫অক্টোবর) রাতে উপজেলার তারতা দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। লিমা আক্তার ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিঠু ফকিরের স্ত্রী। সে কি গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে না কি তাকে মেরে ফেলে টাঙ্গিয়ে রাখা হয়েছে। এনিয়ে ওই গ্রামে নানা প্রশ্ন উঠেছে। আজ সোমবার বেলা ১১টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের তারতা গ্রামের আজিজার ফকিরের ছেলে মিঠু ফকি মালয়েশিয়া দেশে সাত বছর যাবৎ রয়েছেন। মিঠু ফকির বিদেশে থাকা অবস্থায় দেড় বছর আগে মোবাইল ফোনে প্রেম সম্পর্ক করে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার পাড়বাবুনিয়া গ্রামেন খলিলুর রহমানের মেয়ে লিমা আক্তারের মোবাইলে ভিডিও কলে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর গৃহে আদমদীঘির তারতা গ্রামে বসবাস করছিল । গত বরিবার রাতে প্রবাসির স্ত্রী লিমা আক্তার খাবার খেয়ে শয়ন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ওই রাত ১১টায় তার স্বামী মিঠু বিদেশ থেকে মোবাইল ফেনে তার স্ত্রী লিমা সাথে যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ করেন না। এরপর মিঠু ফমির বিষয়টি তার বাবা-মাকে জানায়। তারা পুত্রবধূকে ঘরের দরজাতে ডাকাডাকি করেও কোনো শারা পায়না। এরপর তারা জানলা দিয়ে দেখেন তার শয়ন ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এরপর বাড়ির লোকজন গৃহবধূকে নামিয়ে থানায় খবর দেয়। গতকাল সোমবার বেলা ১১টায় পুলিশ তার মরদেহে উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। নিহত লিমা আক্তারের বাবা খলিলুর রহমান জানায়, কি কারনে সে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই। ছেলের বাবা আজিজার ফকির জানায়, তার সাথে পারিবারিক কোনো কলহ ছিলনা।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারনে সে আত্মহত্যা করতে পারে বলে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
© Deshchitro 2024