খোরশেদ আলম, নবাবগঞ্জ থানার বান্দুরা ইউনিয়নের বারোদুয়ারি জামে মসজিদের পেশ ইমাম। খুবই সহজ সরল ও আলেম ব্যক্তি। গত জুন মাসে তার মোবাইলটি মসজিদ থেকে হারিয়ে যায়। পরবর্তীতে তার পক্ষে জনৈক তুহিন মোল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল জনাব মো: আশরাফুল আলম মহোদয়কে বিষয়টি অবহিত করলে তথ্য প্রযুক্তির সহায়তায় নবাবগঞ্জ থানার এএসআই শিমুল সাহার মাধ্যমে তার হারানো মোবাইলটি উদ্ধার করে আজ দোহার সার্কেল অফিসে তাকে প্রদান করা হয়। 

বারোদুয়ারি জামে মসজিদের পেশ ইমাম খোরশেদ আলম তার হারানো মোবাইলটি পেয়ে খুবই খুশি হয়েছেন এবং দোহার সার্কেল এএসপিসহ তার টিমের সদস্যদের জন্য দোয়া করেছেন। পুলিশ সুপার বলেন আপনাদের হারানো জিনিস প্রাপ্তির আনন্দ ও দোয়াই আমাদের প্রাপ্তি।

তিনি আরো বলেন ,যারা ইতিপূর্বে হারানো মোবাইল উদ্ধারের জন্য যোগাযোগ করেছিলেন, সবগুলো আবেদনই পর্যায়ক্রমে অনুসন্ধান করা হচ্ছে, উদ্ধার হলে আপনাকে অবগত করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024