|
Date: 2023-10-16 11:28:35 |
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা এলাকায় আব্দুল আজিজ মহাজন-(৪৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নারুয়া কোনাগ্রাম তিন রাস্তার এলাকায় এঘটনা ঘটে। আব্দুল আজিজ কোনাগ্রামের আজের আলী মহাজনের ছেলে। সে বালিয়াকান্দি ইউনিয়ন শ্রমিকলীগের সহসভাপতি।
স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, গড়াই নদীতে জগে উঠা জমি নিয়ে দুই গ্রæপের হামলা ও মামলার ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল রাতে মোটরসাকেল এর গতিরোধ কওে আজিজ মহাজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে তাকে ঢাকা নেওয়া হয়। এর পর রাত সাড়ে ২টায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, এব্যাপারে আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
© Deshchitro 2024