জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে বেতন ভাতার অর্থ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের দেওয়ার ঘোষণা দিলেন জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদপ্রার্থী খায়ছারুল আলম ফকির।


সোমবার (৩ অক্টোবর) রাতে প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।


মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মো.হান্নান মাহমুদ, এডভোকেট হাবিবুর রহমান ফকির, সাধারণ সম্পাদক শামছ- তাবরীজ রায়হান, প্রভাষক অরবিন্দ পাল অখিল,রফিকুল ইসলাম খোকন, জালাল মণ্ডল প্রমুখ। 


জেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের নান্দাইল ১১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ খায়ছারুল আলম ফকির। খায়ছারুল আলম ফকির বলেন, আমি নির্বাচিত হলে পাঁচ বছরের পুরো বেতন ভাতার অর্থ গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করবো।এসময় তিনি সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন।


তিনি বলেন, ছাত্রজীবন থেকে আমি মুজিব আদর্শে বিশ্বাসী।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সকল লড়াই সংগ্রমে রাজপথে ছিলাম আছি এবং থাকবো। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024