|
Date: 2023-10-16 13:05:55 |
খুব কাছের মানুষগুলোর দেয়া আঘাত সহ্য করা যায় না!হোক কথার আ ঘা ত কিংবা শারীরিক আ ঘা ত।যাদের সাথে চলতে হয়,উঠতে হয়,বসতে হয়,থাকতে হয়–তাদের দেয়া আঘাতের ক্ষত মুছতেই মানুষের পুরো জীবনটাই কেটে যায়!পাশাপাশি কিংবা একসাথে থাকতে গেলেই বারবার সেই আঘাতের কথা মনে পড়ে যায়!
জীবন গল্পে মানুষের অজানা অনেক গল্পই থাকে।জীবন চলার পথে মানুষ নানা ভাবে,নানা মানুষের কাছেই আ ঘা তপ্রাপ্ত হয়!তবে খুব কাছের মানুষগুলোর আচার-আচরণ কিংবা কথা বার্তায় মানুষ যখন আ ঘা ত পায়,তখন সে সেটা সহজে ভুলতে পারে না!
একটু খেয়াল করে দেখুন,
জীবন যুদ্ধে কত মানুষের কাছ থেকে কত আ ঘা ত,লাঞ্ছনা,অপমান,দুর্ব্যবহার পেয়ে এসেছেন,তাদের সবাইকে কিংবা সবার দেয়া আ ঘা তকেই কি মনে রেখেছেন?রাখেননি।শুধু যাদের সাথে সবসময় দেখা হয়,কথা হয়,মিশতে হয়,তাদের দেয়া আ ঘা ত গুলোই আপনার মনে আঠার মতো লেগে আছে।যাদের সাথে ওঠাবসা,যাদের সাথে আপনার জীবন ওতপ্রোতভাবে জড়িত,তাদের কাছ থেকে পাওয়া অসম্মান,অবহেলা কিংবা কথার আ ঘা ত ভুলতে পারবেন না কখনোই।
মানুষগুলোর সংস্পর্শে এলেই তাদের ব্যবহার,তাদের কথার আ ঘা ত গুলো আপনার হৃদয়ে কাঁটার মতো বিঁধতে থাকে!এদের ভুলে যাওয়া যায় না সহজে।না ক্ষমা করা যায়,আর না সরে আসা যায়।
এমন বিড়ম্বনায় পড়ে কত মানুষ তার হৃদয়ে কাছের মানুষগুলোর দেয়া আ ঘা তকে জিইয়ে রাখে,তা বোধহয় আমরা অনুমানও করতে পারি না সহজে।
লেখক: প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024