শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন ওরুফে দেলু (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৫ অক্টোবর রবিবার দিবাগত রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেলু উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল আলম ভুইয়া'র নির্দেশে এসআই হাবিবুর রহমান, এএসআই মোজাম্মেল হক ও মঞ্জুরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে রাংটিয়া এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলু জানায়, দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও তার রয়েছে মাদক চোরাকারবারির একটি সঙ্ঘবদ্ধ চক্র। ইতিপূর্বেও সে একাধিকবার মাদক মামলায় হাজতবাস করেছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, ইতিপূর্বেও দেলুকে একাধিকবার গ্রেফতারের চেষ্টা করা হয়। অবশেষে রবিবার দিবাগত রাত ১০টার দিকে তাকে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা রুজু হয়েছে এবং আজ দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024