কলমাকান্দা বিশ্ব খাদ্য দিবস পালিত


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। 


উপজেলায় কর্মরত বেসরকারী গবেষণা সংস্থা "বারসিক" এর উদ্যোগে সোমবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।


"পানিই জীবন, পানিই খাদ্য" এ প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলার লেংগুরা ইউনিয়নের কালা পানি এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়।


এতে সভাপতিত্ব করেন,মি: দায়ূদ রংদী। প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা স্টিপেন রিছিল। খাদ্য মেলায় ৪৩ ধরনের অচাষকৃত শাকসব্জি প্রদর্শণ করা হয়। 


খাদ্য মেলায় শতাধিক আদিবাসি হাতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন এবং বিভিন্ন ধরনের শাকসব্জি নিয়ে অংশ গ্রহণ করেন। 


সভা সঞ্চালনায় ছিলেন, "বারসিক"রিসোর্স সেন্টারের সমন্বয়কারী গুঞ্জণ রেমা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024