|
Date: 2023-10-16 18:41:06 |
মুন্সি শাহাব উদ্দিন (চট্টগ্রাম লোহাগাড়া) :- উত্তম আদর্শ মহানবী (স) এর আদর্শ। তিনি উম্মত কে শিখিয়েছেন ইহকাল ও পরকালের শান্তির বিষয়। যা কোরান হাদিস পড়লে আমরা বুঝতে পারি। তাই কোরান হাদিস নিয়ে আলোচনা করা অতিব জরুরী। মহানবী (স:) বলেছেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানদের জন্য ফরজ। কোরান হাদিস এর জ্ঞান না থাকলে মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলা বড়ই কঠিন। এসব বিষয়ে চিন্তা করে চুনতির শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি মানুষকে ইসলামের আলো ছড়িয়ে দিতে বহু বছর আগে প্রবর্তন করেছিলেন এ সীরাতুন্নবী (স:) মাহফিল। যা প্রতিবছর চুনতির সীরত ময়দানে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরেও অনুষ্ঠিত হল এ সীরাতুন্নবী (স:) মাহফিল। দেশবরেণ্য আলেমগন কোরান হাদিস নিয়ে আলোচনা করেন। আর পাশাপাশি মাহফিল কমিটি প্রতিবছরের মতো এ বছরেও মুসল্লীদের জন্য তাবারুকের ব্যবস্থা করেন। ১৫ অক্টোবর রবিবার সারারাত আলোচনা শেষে আখেরী মুনাজাত এর মধ্যে দিয়ে শেষ হল চুনতি সীরাতুন্নবী (স:) মাহফিল।
© Deshchitro 2024