দুর্গাপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

দুর্গাপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া প্রবীণ সামাজিক কেন্দ্রে এ চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন, ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান। বেসরকারী উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র-ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। পরে এক আলোচনা সভায় সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী 'রুপন কুমার সরকারে'র সভাপতিত্বে ও সমাজ উন্নয়ন কর্মকর্তা 'সাইদুল ইসলামে'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান 'পারভীন আক্তার', ইউপি সদস্য 'হযরত আলী', ডিএসকে বারমারী শাখার ব্যবস্থাপক 'সুলতানা শাহীন', সাংবাদিক 'সজীম শাইন', স্বাস্থ্য কর্মকর্তা 'ফেরদৌস ওয়াহিদ জীবন' প্রমুখগন। তাদের আলোচনায় স্বাস্থ্য ও চক্ষু বিষয়ক সচেতনতা উঠে আসে এবং দরিদ্র মানুষের বিনামূল্যে সেবাদানে প্রতিষ্ঠানটি দৃঢ় আগ্রহ প্রকাশ করে।

চিকিৎিসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের ৯ জনের একটি দল পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও চশমা বিতরণ করে। বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ১০০ জন রোগীকে বাছাই করা হয়। বিএনএসবি চক্ষু হাসপাতালে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024