|
Date: 2023-10-17 07:29:07 |
নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে তালা ভেঙে দোকান চুরির ঘটনায় রংপুরের মিঠাপুকুর থেকে আলামত সহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
চুরির ঘটনায় ভুক্তভোগী দোকানদার মোঃ নুর ইসলামের দায়েরকৃত মামলা হওয়ার পর নীলফামারীর পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম’র দিকনির্দেশনায় ডোমার থানার এসআই রেজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিভিন্ন জেলায় অভিযান চালায় পুলিশ। অবশেষে গত ১৫ই অক্টোবর ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার মাঝগ্রাম মাঠেরহাট থেকে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চিতুলী পশ্চিমপাড়া এলাকার আজিজুল ইসলামের পুত্র মধু মিয়া (২২) ও একই উপজেলার মাঝগ্রাম খন্দকার পাড়ার সাজু মিয়ার পুত্র সজীব মিয়া (২৩)। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উন নবী আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের পরদিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামি গ্রেপ্তার এবং চোরাই আলামত উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, গত ২৫শে সেপ্টেম্বর উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পীর সাহেবের হাটে মোঃ নুর ইসলামের মুদি দোকানের তালা ও ক্যাশ বাক্স ভেঙে অজ্ঞাত চোরের দল দোকানের মালপত্র নগদ টাকা, ব্যাংকিং এজেন্ট নগদ, বিকাশ সহ মোবাইল ব্যাংকিং পরিচালনার ৭টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
পরে, দোকানের মালিক ভুক্তভোগী মোঃ নুর ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ডোমার থানার মামলা-১৫(১০)২৩ দায়ের করা হয়।
© Deshchitro 2024