জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ০২ নং চর আমখাওয়া ইউনিয়নে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো.ছুমর উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযুক্ত ছুমর উদ্দিন উপজেলার চরআমখাওয়া ইউপির পূর্ব লংকারচর গ্রামের মৃত জব্বার শেখ’র ছেলে। আসামিকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার লংকারচর গ্রামে তার সাথীদের নিয়ে বাড়ীর পাশে খেলতে যায় শিশুটি। একই গ্রামের অভিযুক্ত ছুমর উদ্দিন ওই শিশুটিকে মোবাইল ফোনে ছিনেমা দেখানোর কথা বলে তার নিজ ঘরে নিয়ে যায়। এবং জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে তার মা চিৎকার শুনে এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষক বাড়ী থেকে পালিয়ে যায়। এ নিয়ে গ্রামে বৈঠক বসার কথা থাকলেও বৈঠক বসেনি বলে অভিযুক্ত  শাস্তির দাবিতে থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় সোমবার (১৬ অক্টোবর) কন্যা শিশুর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, শিশুর বাবা বাদি হয়ে মামলা করেছেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024