|
Date: 2023-10-17 12:05:58 |
প্রতি বছরের ন্যায় রাজশাহীতে জমকালো আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে গাজী জালাল এর জন্ম দিবস।
এই দিনটি উপলক্ষে রাজশাহীর টেষ্টি টাইম রেষ্টুরেন্ট জাকজমক পূূর্ণ ছিল।টেষ্টি টাইম রেষ্টুরেন্টে কেক কাটার মাধ্যমে গাজী জালাল এর শুভ জন্মদিন পালিত হয়েছে রাজশাহী ডিভিশন এসএসসি ০৩ ও এইচএসসি ০৫ এর পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আরিফ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী, পূরো অনুষ্টানটি পরিচালনায় ছিলেন বন্ধু দিপন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ আসফাক হোসেন সুইট, ডাঃ সিফাত ই রাব্বি, ডাঃ সাকিব, আকবর হোসেন অর্থ সম্পাদক রাজশাহী জেলা হিউম্যান হলার মালিক সমিতি,মিজানুর রহমান রনি, বাংলাদেশ রেলওয়ে, রিকতা রহমান, বাংলাদেশ রেলওয়ে, মাসফিকা মিশু।
এসময় গাজী জালাল বলেন, আমাদের রাজশাহী ডিভিশন গ্রুপকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এবং যেখানে আমাদের ০৩০৫ রয়েছে তাদেরকে একই ছাতার নিচে নিয়ে আসতে হবে। আর্থিক ভাবে অস্বচ্ছল বন্ধুদের বিপদে পাশে দাঁড়ানো এবং তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্তের ব্যবস্থার যে কার্যক্রম তা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি অন্যান্য বন্ধুরা তাদের বন্ধুত্বের এ চ্যারিটি কার্যক্রমে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান রাখেন।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী ডিভিশন এর বন্ধু আরিফ এর সভাপতিত্বে ও বিলাস কুমার হালদার এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সেমি ফেরদৌসী সহকারী শিক্ষক।
আরও বক্তব্য দেন কিশোয়ার, কৃষি অফিসার নাটোর নলডাঙ্গা, মোঃ মুনজুর রহমান প্রভাষক রাজশাহী ক্যাডেট কলেজ, লাল মাহমুদ ব্যাংকার ডাচ্ বাংলা ব্যাংক।
সমাপনী বক্তব্যে গাজী জালাল আরও বলেন আমাদের ০৩ ও ০৫ ব্যাচের বান্ধবী লগনের মেয়ে খুব অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবা এবং সবাই যতটুকু পার সহযোগিতা করবে তাকে।
© Deshchitro 2024