|
Date: 2023-10-17 13:06:01 |
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল পেল কুড়িগ্রামের ৩ শতাধিক দুঃস্থ পরিবার।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় মঙ্গলবার শহরের দক্ষিণপাড়া মন্দির চত্বরে এ চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু উদয় শংকর চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রবি বোস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, বীর মুক্তিযোদ্ধা অসীম সরকার প্রমূখ।
এ সময় পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের ৩ শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
© Deshchitro 2024