|
Date: 2023-10-17 15:17:52 |
কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ২০২৩খ্রিঃ সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এর সভাপতিত্বে উখিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান হোছাইন সজীব, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা এলজিইডি কর্মকর্তা রুনুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আকতার, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ শাওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ সালাহউদ্দিন মেম্বার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024