|
Date: 2023-10-17 16:01:51 |
বগুড়ার শাজাহানপুরে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, চেয়ারম্যান, উপজেলা
পরিষদ, শাজাহানপুর, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান, ভিপি
এম সুলতান আহম্মেদ, থানার ওসি, শহীদুল ইসলাম, বগুড়া জেলা প্রেসক্লাবের সভাপতি, হাসিবুর
রহমান বিলু। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান, আব্দুল্লাহ
আল ফারুক, আমরুল ইউপি চেয়ারম্যান, সাইফুল ইসলাম বিমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,
ডাঃ মোতারব হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, নুসরাত জাহান তিথি, শাজাহানপুর প্রেসক্লাবের
সভাপতি, সাজেদুর রহমান সবুজ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি, তপু কুমার সরকার
তাপস, সাধারণ সম্পাদক, মানিক সরকার, সহ-সভাপতি, সুকুমার রায়, কৃষ্ণ কুমার মোহন্ত সহ
বিভিন্ন ধমীয় নেতা, ইমাম, মোয়াজ্জিন ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024