পটুয়াখালীর মির্জাগঞ্জে দুইশত তিন পিস ইয়াবাসহ আবদুল্লাহ মল্লিক (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  


মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার মাধবখালী ইউনিয়নের চাকরখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


আটককৃত যুবক পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার বড় রঘুনাথপুর গ্রামের মতলব মল্লিকের ছেলে। সে একজন মাদক কারবারি বলে দাবি পুলিশের। 


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চাকরখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ওই ইয়াবাগুলো উদ্ধার করা হয়।


এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং  আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মির্জাগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024