টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদীর গোঁজা খালে ডুবে এক বৃদ্ধের মৃত্যু 


টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদীর গোঁজা খালে ডুবে শাজাহান (আলী ৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত শাজাহান আলী আউশনারা ইউনিয়নের বেলচুঙ্গি গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার ১৭ অক্টোবর দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার বংশাই নদীর বিএডিসি ফার্ম এলাকার গোঁজা খালে। 


স্বজনরা জানান, সারা বছরই মাছ ধরার নেশা ছিল শাজাহান আলীর। আজ সকালে বাড়ি থেকে তার ছেলে হাফিজুরকে সাথে নিয়ে বংশাই নদীতে মাছ ধরতে যায়। জাল টানানোর জন্য নদীতে নেমে জালের বাঁশ সরিয়ে অন্যত্র নেয়ার সময় পানিতে ডুব দেয়। ডুব দিয়ে অনেক সময় আর ভেসে না উঠায় তার ছেলে নদীতে নেমে খোঁজে না পেয়ে টানে উঠে আসে। পরে স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা গিয়ে নদীতে অনেক খোঁজাখুঁজির পর নদীর ভাটিতে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিহতের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। 




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024