মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনে শেখ রাসেল দিবস ২০২৩ পালিত হয়েছে। 'শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়' এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। আলোচনা সভার পুর্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক র‍্যালি বের হয়। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও কেক কাটা হয়।

চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরপদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, প্রানী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, মৎস কর্মকর্তা ফারাজুল কবীর, কৃষি কর্মকর্তা মহিউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা বেগম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024